Thursday, 7 June 2018

ময়মনসিংহ বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকশত কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ময়মনসিংহের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড 

অগ্নিকাণ্ডের সময় তুলে ছবি 


পুড়েছে গাঙ্গিনারপাড় হকার্স মার্কেট। পুড়েছে ভাগ্য ,আগুনে শুধু দোকান ধ্বংস হয় নাই ,অনেক হাসি,স্বপ্ন,প্রত্যাশাও ছাই হয়ে গেছে।  সেসব মানুষের অস্তিত এখন বিপর্যয়ের মুখে। ময়মনসিংহের ইতিহাসে অন্যতম বড় ক্ষতি। ধারণা করা হয়েছে যে বৈদ্যুতিক ত্রুটির কারণে সকাল ৭.৩০ মিনিট এ এই ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে থাকে।  ধীরে ধীরে এই আগুন বহুলাংশে বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফায়ার সার্ভিস এর কর্মীরা। তারপর ঘটনাকে নিয়ন্ত্রণ করতে মুক্তাগাছা, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এর তিনটি দল কে ঘটনা স্থলে  আনা হয় পরিস্থিতি মোকাবেলা করতে।  আনুমানিক ধারণা করা হয়েছে যে হকার্স মার্কেটের ১৩৮টি দোকান পাট সহ সব মিলিয়ে প্রায় ৩০০ শতাধিক দুকান আগুনে জলে যায়।  এতে করে ক্ষয়ক্ষতির আনুমানিক হিসাব প্রায় শতকোটির উপরে লোকসান হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল দোকানেই প্রায় ২০/৩০ লক্ষাধিক টাকার মালামাল দুকানে উঠিয়েছিলেন। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে মাত্র ৪-৫ টি দোকানের মালামাল বের করে আনা  হয়েছিলো। 







তারিখঃ ০৭/০৬/২০১৮ ইং 
স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময়)
                           facebook

Sunday, 29 April 2018

ময়মনসিংহ কাঁপলো গুরু জেমস


  নগর বাউল জেমস (গুরু),লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স দের মন মাতানো কনসার্ট 

নগর বাউল জেমস (গুরু)

ভূঁইয়া স্টেডিয়াম এ কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে সেখানে শিল্পী হিসাবে আনা হয় গুরু জেমস ও লালন ব্যান্ড কে । এই কনসার্ট টি ছিল উন্মুক্ত । তারপর ওই কনসার্ট এর ৩ দিন পরেই বাংলালিংক নতুন দিনের কনসার্ট এর জন্য নগর বাউল জেমস (গুরু),লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স এদের সবাইকে আনা হয় । তবে এদের মধ্যেও মূল আকর্ষণ ছিল আমাদের সকলের প্রাণের গুরু জেমস । গুরু কে মঞ্চে বরন করা হয় আকাশের তারার মত আতশবাজি করে  ময়মনসিংহ গর্জে উঠেছিল গুরু জেমস এর গর্জনে গুরুর সাথে মঞ্চ কাঁপিয়েছে লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স । মার্চ মাসের ২৩ তারিখ বাংলালিংক এর পক্ষ থেকে নতুন দিনের কনসার্ট হওয়ার কথা ছিল কিন্তু অনিবাৰ্য কারণ বসত কনসার্ট টি স্থগিত করা হয় । এবং ১৯ এপ্রিল বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় এর পক্ষ থেকে ময়মনসিংহ এর রফিক উদ্দিন  



লালন ব্যান্ড (সুমি)
স্টেডিয়াম


 গুরু এবং সকল ব্যান্ড বলেছেন ময়মনসিংহবাসির মতো গান পাগল ভক্ত দেশের আর কোথাও নেই । তারা সবাই ময়মনসিংহ কে অনেক ভালোবাসা দিয়েছেন । কনসার্ট টি সম্পন্ন হয়েছে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম এ । সেখানে অনেক পুলিশ , রেব , আনসার ,ডিবি মোতায়েন করা হয়েছিল । এই প্রথম ময়মনসিংহ বিভাগের মধ্যে এতবড়ো কনসার্ট এর আয়োজন করা হয় । 



রাতের বেলায় তারাবাতি



স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময়)
           facebook


Wednesday, 11 April 2018

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি

কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি, ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ 

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কোটা সংস্কারের দাবিতে  ময়মনসিংহ থেকে ঢাকা গামী রেলপথ অবরোধ করে দিয়েছে #REFORM_QUOTA   
#REFORM_QUOTA 

#REFORM_QUOTA 


কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সারাদেশের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও সংসদ সদস্য মতিয়া চৌধরী ছাত্রসমাজ কে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন  এর প্রতিবাদে বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন  ও  স্থগিত করেছে । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি ) ।  তারা বিশ্ববিদ্যালয়  ভিতরের যে ঢাকা-ময়মনসিংহ রেলপথ রয়েছে সেটিও বন্ধ করে দিয়েছে । তারপর ঘটনাস্থলে ময়মনসিংহ বিভাগের ডিসি এসে পরিদর্শন করেন এবং তাদের রেলপথ থেকে সরে যেতে বলেন কিন্তু আমাদের ছাত্র সমাজের দাবি একটাই কোটা সংস্কার করতেই হবে । 
                                    

   #REfORM_QUOTA 

Sunday, 8 April 2018

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

   কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ




ময়মনসিংহ মহানগর ছাত্র-ছাত্রী 


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে । এর ধারাবাহিকতায় ময়মনসিংহ থেকে ঢাকা এর মহাসড়ক অবরোধ   করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো                                                                                                   শিক্ষার্থী বৃন্দ ও চাকুরিপ্রার্থীরা । 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 

কেন্দ্রীয় ভাবে আজ রোজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রাটি শুরু করা হয়েছে । 
বাইপাস মোর ময়মনসিংহ

ময়মনসিংহ বাইপাস মোড়ে পদযাত্রায় ভিড় করে ময়মনসিংহঃ নগরীর হাজারো শিক্ষার্থী ও চাকরী প্রার্থীরা । সেখানে পর্যাপ্ত পরিমানে পুলিশ হেফাজত মোতায়েন করা হয়েছিল । 

স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )  facebook


বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রশ্নপত্র ফাঁসের নেতৃত্বে !

   প্রশ্নপত্র ফাঁসের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের                       সহকারী পরিচালক !


বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের প্রধান বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর মজুমদার। কার্জন নামের অন্য এক ব্যাংক কর্মকর্তা ও পুলকেশ দাস বাচ্চু নামে একজন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আরও কয়েকজন সহযোগী নিয়ে প্রশ্নফাঁস করে আসছিলেন তিনি। কয়েক বছর ধরে প্রশ্নফাঁস করে এই চক্রটি কয়েক কোটি টাকা আয় করেছে।


গতকাল শুক্রবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্ন ফাঁসকারীর ১৯ জন কে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর)। এর মধ্যে তিন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। আটক হওয়া ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানা গেছে বলে দাবি করেছেন ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা।
ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেনের দাবি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর মজুমদার ওরফে রুবেল এই প্রশ্নপত্র ফাঁসকারীচক্রের ‘মাস্টার-মাইন্ড’। সরকারি চাকরির আড়ালেই প্রশ্নপত্র ফাঁসের চক্রটিকে বড় করে তুলেছিলেন তিনি। তবে সরকারি চাকরিতে প্রবেশের আগে, অর্থাৎ ছাত্রজীবন থেকেই তিনি প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তার নেতৃত্বে যে চক্রটি গড়ে উঠেছে, তাতে অন্তত ২০ জন সদস্য রয়েছে। বিগত ৭-৮ বছর ধরে এ চক্র প্রশ্নপত্র ফাঁস করে আসছে। মোটা অংকের টাকার বিনিময়ে পরীক্ষার আগে প্রশ্নপত্র সরবরাহ করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি অফিসে শতাধিক ব্যক্তিকে চাকরি পাইয়ে দিয়েছে এ চক্রের সদস্যরা।
সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান, এ চক্রের সদস্যরা বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্দালয় পরীক্ষার প্রশ্ন বিভিন্ন ভাবে ফাঁস করতো। আবু জাফর মজুমদারের পরিকল্পনা ও নির্দেশনায় প্রশ্নপত্র ফাঁসের পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতেন উপজেলা নির্বাচন অফিসার পুলকেশ দাস ওরফে বাচ্চু ও ব্যাংক কর্মকর্তা কার্জন।
প্রশ্নপত্র ফাঁস ও এর উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থী ও চাকরি প্রার্থীদের হাতে যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য এ চক্রের ‘ওয়ান স্টপ সেন্টার’ রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) এডিসি গোলাম সাকলাইন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পান্থপথে এই চক্রের একটি ওয়ান স্টপ সেন্টার রয়েছে, যেখানে বসে ফাঁস করা প্রশ্নপত্রের উত্তরপত্র তৈরি করা হতো। এখান থেকে আবার এসব উত্তরপত্র শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের কাছে সরবরাহ করা হতো।

স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় ) facebook 
তারিখঃ ০৮ এপ্রিল,২০১৮ ইং 

Saturday, 7 April 2018

বাংলাদেশের ১২ তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ

           ময়মনসিংহ ১২ তম সিটি কর্পোরেশন


ময়মনসিংহ পৌরসভা 
বাংলাদেশ এর নতুন সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ । এর আয়তন নির্ধারণ করা হয়েছে ৯১ বর্গকিলোমিটার । ময়মনসিংহ মহানগরীতে সর্বমোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৫৫৮ জন । প্রতি বর্গকিলোমিটার এ লোকের ঘনত্ব রয়েছে পাঁচ হাজার একশো সাতষট্টি জন (৫১৬৭) । ময়মনসিংহ এর ৮ টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে এই সিটি কর্পোরেশন,তার মধ্যে রয়েছে (আকুয়া,দাপুনিয়া,ভাবখালী,ঈশ্বরদিয়া,বয়রা,নিলক্ষিয়া,সিরতা,খাগডহর) দেশের সর্বশেষ বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করেছে  ময়মনসিংহ । ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়েছিল (ময়মনসিংহ,জামালপুর,নেত্রকোনা,শেরপুর) এই ৪ টি জেলা নিয়ে 

রাতের ময়মনসিংহ বিভাগ  

আনন্দ শোভাযাত্রা মেয়রঃ ইকরামুল হক (টিটু)



স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )  

Thursday, 5 April 2018

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় শহর ছাত্রলীগ সভাপতি আরিফ সহ আহত ৩ স্বামী-স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায়  শহর ছাত্রলীগ সভাপতি আরিফ সহ আহত ৩  স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগ,ময়মনসিংহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ 


বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ভাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় এবং ঐ একই দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ায় আমরা ময়মনসিংহবাসী গভীর শোকাহত । ৩ তারিখ রাতে বাইপাস মোড়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় প্রাইভেট car টির । ঘটণা স্থলে থেকে কাছের একটি হাসপাতাল এ নিয়ে যাওয়া হয় ৩ জন কে তারা হাসপাতাল এর বিছানায় শেষ নিঃস্বাশ ত্যাগ করেন । এবং আরিফ ভাই কে সেখান থেকে ঢাকা স্কয়ার হাসপাতাল এ ট্রান্সফার করা হয় । জানা গেছে তার অবস্থা পূর্বের চেয়ে একটু ভালো হয়েছেন । ময়মনসিংহ বাসী   আব্দুল্লাহ আল মামুন আরিফ ভাই এর দ্রুত সুস্থতা কামনা করছে 



ঘটনাস্থল থেকে তুলা  ছবি 


স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )    facebook 

তারিখঃ ৫ এপ্রিল,২০১৮ ইং                                                                                                                                                                                                                                    




Sunday, 25 March 2018

ভালুকায়-বিস্ফোরণ

ভালুকায়-বিস্ফোরণ-হতাহতর

ভালুকায় বিস্ফোরণ, হতাহতরা কুয়েট শিক্ষার্থী


ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ৬ তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনার সূত্রপাত খুঁজছে পুলিশ। একই সঙ্গে ভবনের ভেতরে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) চার শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।   তবে পুরো ভবনটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।   এর আগে রাত ১ টার দিকে ওই ভবনটিতে বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন।
পুলিশ  জানায়, নিহতের নাম তৌহিদ, আহত হয়েছেন শাহীন,ফিজ ও দীপ্ত। আহতদের মধ্যে শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হাফিজ ও দীপ্ত সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনার পর পরই ময়মনসিংহ থেকে ভালুকায় ছুটে যান এসপি সৈয়দ নুরুল ইসলাম। তিনি ভবনটির ভেতরে প্রবেশ করেন। ভবন ঘুরে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, ৬ তলা ভবনটির তৃতীয় তলার পেছনের পার্টিশন ওয়াল ও জানালার গ্লাস ভেঙে গেছে। জানালার অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারও পড়ে আছে।  
 এসপি জানান, একটি জানালা ও বারান্দার ৫০ কেজি ওজনের গ্রিল কমপক্ষে ৫০ মিটার দূরে গিয়ে পড়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি ঘটেছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস বিস্ফোরণ হয়েছে। তবে এটি সিলিন্ডার কিনা তা এখনো বলা যাচ্ছে না। একই সঙ্গে এটি জঙ্গি আস্তানা ছিল কিনা এ বিষয়টিও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।   এসপি সৈয়দ নুরুল ইসলাম জানান, ঘটনার সূত্রপাত কীভাবে এ বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি ভবনটির তৃতীয় তলায় চারজন শিক্ষার্থী থাকতেন। তারা মাস্টার্স সম্পন্ন করে স্থানীয় টেক্সটাইল মিলে ইন্টার্ন করছিলেন।   এদিকে, এ বিস্ফোরণের খবরে বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এখানে এসে পৌঁছানোর  পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসপি সৈয়দ নুরুল ইসলাম।

Sunday, 4 March 2018

জলবদ্ধতা নিরসনে কাজ চলছে,থাকবেনা গাঙ্গিনারপাড়

  

 জলবদ্ধতা নিরসনে কাজ চলছে,থাকবেনা গাঙ্গিনারপাড় 


পানি পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষে মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে গাঙ্গিনার পাড়ের পানি দ্রুত নিষ্কাশনের জন্য একটি ড্রেনের পাইপ লাইন স্থাপনের কাজ হাতে নিয়েছে পৌরসভা। ড্রেনের পাইপ লাইনটি গাঙ্গিনার পার হতে দুর্ঘাবাড়ি রোড দিয়ে বিপিন পার্কে মধ্য দিয়ে বম্মপুত্র নদীতে নামবে। আজ বিপিন পার্কে কাজের বিভিন্ন দিক নির্দেশনা দেন মেয়র টিটু। ড্রেন নির্মাণ কাজ শেষ হলে বর্ষাকালে গাঙ্গিনার পাড়ে পানি আর থাকবেনা বলে তিনি আশা ব্যাক্ত করেন। খুব দ্রুত কাজটি শেষ করার কথা বলা হয়।  তিনি বলেন, জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি ২১টি ওয়ার্ডে। কোনো না কোনো এলাকায় জলাবদ্ধতা নিরসনে আমাদের কাজ চলছে। আমরা বসে নেই। কাজ করছি। কাজ করছি বলেই কিছু কিছু জায়গায় রেজাল্ট পেয়েছি। এসব কাজ আরও বেগবান হবে। বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হলে এ দুই পাশের এলাকা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশ্বাস দেন। বর্ষা আগেই পানি নিষ্কাষনের জন্য খাল গুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজের পরিদর্শন করেন ময়মনসিংহে 
                     
                              মোঃ ইকরামুল হক টিটু  (মেয়র)   
ছোট বড় সকল ধরনের ড্রেন ও খাল খনন কার্যক্রম ২ মাস যাবত কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী সকল ড্রেন ও খাল খনন কাজ চলবে বলেও জানিয়েছেন।  খনন কাজ সম্পূর্ণ হয়েছে এমন উল্লেখ্য যোগ্য হচ্ছে- সেহড়া খাল, মাকরজানী খাল, বাগমারী খাল, গোহাইলকান্দি খাল, কাটাখালী খাল, গাঙ্গিনাপাড় দুই পাশের ড্রেন খনন, সি, কে ঘোষ রোড দুই পাশের ড্রেন খনন, দূর্গাবাড়ি রোড দুই পাশের ড্রেন খনন, ট্রাংক পট্রি দুই পাশের ড্রেন খনন, ক্রস কালভাট ৪টি খনন ও পাইপলাইন সহ খনন কাজ , ব্রাপল্লি দুই পাশের ড্রেন খনন, বাগমারা রবির দোকান হইতে ডলি পট্রি বাপলি­ পর্যন্ত ড্রেন খনন, চড়পাড়া নয়াপাড়া হইতে মেডিকেল কলেজ গেইট এর সামনে দিয়ে অধ্য মতিউর রহমান কলেজের সামনে হয়ে নয়াপাড়া হয়ে সেহড়া খাল পর্যন্ত ড্রেন খনন, মিতা কিনিক এর মোড় হতে সেহড়া খাল পর্যন্ত ড্রেন খনন, জে,সি গুহ রোড হারুন কমিশনারের চেম্বার হইতে রেলী মোড় পর্যন্ত ড্রেন খনন,কৃষ্টপুর দৌলতমুন্সী রোডের দুই পাশের ড্রেন খনন, চরপাড়া মোড় হতে ব্রিজ মোড় পর্যন্ত ড্রেন খনন, নিউ কলোনী হইতে ব্রিজ মোড় পর্যন্ত ড্রেন খনন উল্লেখযোগ্য।
        
বর্ষা আগেই পানি নিষ্কাষনের জন্য খাল গুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজের পরিদর্শন করেন ময়মনসিংহে মেয়র মোঃ ইকরামুল হক টিটু  ড্রেনটি ব্যাপক হারে খনন কাজ চালানো হয়েছে যাতে কলেজ রোডের জলাবদ্ধতা নিরসনে এ খাল ভূমিকা পালন করবে। কলেজ রোডের মত ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বন্ধ হয়ে যাওয়া ড্রেনটি পুনরায় খনন কাজ চলছে।  উলে­খ্য যে, পৌর এলাকার ড্রেন ও খাল দখল মুক্ত করা হচ্ছে। নগরের মাকরজানি, সেহড়া ও গোহাইালকান্দি খালসহ ড্রেনগুলোর খনন কাজ চলছে।

https://www.facebook.com/emonpandit1998

Saturday, 3 March 2018

মাদক মুক্ত পরিবার পুলিশের অঙ্গীকার

মাদক মুক্ত পরিবার পুলিশের অঙ্গীকারঃ 

  • অতিরিক্ত পুলিশমাদক মুক্ত পরিবার পুলিশের অঙ্গীকার, এই অঙ্গীকার এবং ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশে অদ্য ০৩.০৩.২০১৮ ইং তারিখ সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সোহাগী ইউনিয়নের সাহেব নগর গ্রাম (পুর্বপাড়া) থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০১ (দুশত এক) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক প্রকৃত মাদক বব্যবসায়ী এবং একাধীক মাদক মামলার আসামী হোটেল খোকন, পিতা মৃত মফিজ উদ্দিন গ্রাম: সাহেব নগর ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহকে অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ এর তত্ত্বাবধায়নে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

গৌরীপুর সার্কেলাধীন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল।

তারিখঃ ০৩/০৩/২০১৮                     পুলিশ সুপার,ময়মনসিংহ

Friday, 2 March 2018

বাকৃবি শিক্ষককে প্রাণনাশের হুমকি - জেলা ছাত্রলীগ নেতা জসিম গ্রেফতারবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

বাকৃবি শিক্ষককে প্রাণনাশের হুমকি - জেলা ছাত্রলীগ নেতা জসিম গ্রেফতারবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর সন্ত্রাসী আক্রমণ ও হুমকির ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমকে গ্রেফতার করেছে পুলিশ।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন কিছু সন্ত্রাসী নিয়ে গতকাল রবিবার         (২৫ ফেব্রুয়ারি) সকালে কলেজে এসে শিক্ষকদের গালি-গালাজ ও হুমকি দেন। এতে শিক্ষক-শিক্ষার্থীরা ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েন। পরে আবার বিকাল চারটার দিকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। জানা যায়, সন্ত্রানী জসিম ও তার স্বসস্ত্র দলবলসহ ঐদিন প্রক্টর অফিসে গিয়ে প্রক্টরকে না পেয়ে প্রফেসর সাখাওয়াত হোসেনের বাসায় অাক্রমন চালায়।
এ বিষয়ে প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, কলেজের বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার না পাওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম বেপরোয়া আচরণ করছে। কলেজে অবৈধভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। তার অন্যায় আবদার মেনে না নেওয়ায় নানা অপকর্ম করছে। জসিমসহ প্রায় ১৫ জন আমার বাসায় এসে আমাকে ও আমার স্ত্রীর প্রাণনাশেরও হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি।
এ ঘটনায় রোববার রাতে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
এ ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ কোতয়ালী থানা পুলিশ।
শিক্ষকের বাসায় এসে প্রাণনাশের হুমকির বিষয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। সোমবার বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সভায় ওই নিন্দা জানানো হয়। সেইসাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করে বাকৃবি শিক্ষক সমিতি।

Reporter Of Mymensingh


                                                             EMON PANDIT

আমাদের বৃহত্তর ময়মনসিংহ

আমাদের বৃহত্তর ময়মনসিংহ  Our greater Mymensingh  শ্রী ইমন চন্দ্র পন্ডিত