ময়মনসিংহ ১২ তম সিটি কর্পোরেশন
ময়মনসিংহ পৌরসভা |
বাংলাদেশ এর নতুন সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ । এর আয়তন নির্ধারণ করা হয়েছে ৯১ বর্গকিলোমিটার । ময়মনসিংহ মহানগরীতে সর্বমোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৫৫৮ জন । প্রতি বর্গকিলোমিটার এ লোকের ঘনত্ব রয়েছে পাঁচ হাজার একশো সাতষট্টি জন (৫১৬৭) । ময়মনসিংহ এর ৮ টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে এই সিটি কর্পোরেশন,তার মধ্যে রয়েছে (আকুয়া,দাপুনিয়া,ভাবখালী,ঈশ্বরদিয়া,বয়রা,নিলক্ষিয়া,সিরতা,খাগডহর) ।দেশের সর্বশেষ বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ময়মনসিংহ । ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়েছিল (ময়মনসিংহ,জামালপুর,নেত্রকোনা,শেরপুর) এই ৪ টি জেলা নিয়ে ।
আনন্দ শোভাযাত্রা মেয়রঃ ইকরামুল হক (টিটু)
স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )
|
No comments:
Post a Comment