Sunday, 29 April 2018

ময়মনসিংহ কাঁপলো গুরু জেমস


  নগর বাউল জেমস (গুরু),লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স দের মন মাতানো কনসার্ট 

নগর বাউল জেমস (গুরু)

ভূঁইয়া স্টেডিয়াম এ কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে সেখানে শিল্পী হিসাবে আনা হয় গুরু জেমস ও লালন ব্যান্ড কে । এই কনসার্ট টি ছিল উন্মুক্ত । তারপর ওই কনসার্ট এর ৩ দিন পরেই বাংলালিংক নতুন দিনের কনসার্ট এর জন্য নগর বাউল জেমস (গুরু),লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স এদের সবাইকে আনা হয় । তবে এদের মধ্যেও মূল আকর্ষণ ছিল আমাদের সকলের প্রাণের গুরু জেমস । গুরু কে মঞ্চে বরন করা হয় আকাশের তারার মত আতশবাজি করে  ময়মনসিংহ গর্জে উঠেছিল গুরু জেমস এর গর্জনে গুরুর সাথে মঞ্চ কাঁপিয়েছে লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স । মার্চ মাসের ২৩ তারিখ বাংলালিংক এর পক্ষ থেকে নতুন দিনের কনসার্ট হওয়ার কথা ছিল কিন্তু অনিবাৰ্য কারণ বসত কনসার্ট টি স্থগিত করা হয় । এবং ১৯ এপ্রিল বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় এর পক্ষ থেকে ময়মনসিংহ এর রফিক উদ্দিন  



লালন ব্যান্ড (সুমি)
স্টেডিয়াম


 গুরু এবং সকল ব্যান্ড বলেছেন ময়মনসিংহবাসির মতো গান পাগল ভক্ত দেশের আর কোথাও নেই । তারা সবাই ময়মনসিংহ কে অনেক ভালোবাসা দিয়েছেন । কনসার্ট টি সম্পন্ন হয়েছে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম এ । সেখানে অনেক পুলিশ , রেব , আনসার ,ডিবি মোতায়েন করা হয়েছিল । এই প্রথম ময়মনসিংহ বিভাগের মধ্যে এতবড়ো কনসার্ট এর আয়োজন করা হয় । 



রাতের বেলায় তারাবাতি



স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময়)
           facebook


No comments:

Post a Comment

আমাদের বৃহত্তর ময়মনসিংহ

আমাদের বৃহত্তর ময়মনসিংহ  Our greater Mymensingh  শ্রী ইমন চন্দ্র পন্ডিত