Thursday, 5 April 2018

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় শহর ছাত্রলীগ সভাপতি আরিফ সহ আহত ৩ স্বামী-স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায়  শহর ছাত্রলীগ সভাপতি আরিফ সহ আহত ৩  স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগ,ময়মনসিংহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ 


বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ভাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় এবং ঐ একই দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ায় আমরা ময়মনসিংহবাসী গভীর শোকাহত । ৩ তারিখ রাতে বাইপাস মোড়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় প্রাইভেট car টির । ঘটণা স্থলে থেকে কাছের একটি হাসপাতাল এ নিয়ে যাওয়া হয় ৩ জন কে তারা হাসপাতাল এর বিছানায় শেষ নিঃস্বাশ ত্যাগ করেন । এবং আরিফ ভাই কে সেখান থেকে ঢাকা স্কয়ার হাসপাতাল এ ট্রান্সফার করা হয় । জানা গেছে তার অবস্থা পূর্বের চেয়ে একটু ভালো হয়েছেন । ময়মনসিংহ বাসী   আব্দুল্লাহ আল মামুন আরিফ ভাই এর দ্রুত সুস্থতা কামনা করছে 



ঘটনাস্থল থেকে তুলা  ছবি 


স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )    facebook 

তারিখঃ ৫ এপ্রিল,২০১৮ ইং                                                                                                                                                                                                                                    




No comments:

Post a Comment

আমাদের বৃহত্তর ময়মনসিংহ

আমাদের বৃহত্তর ময়মনসিংহ  Our greater Mymensingh  শ্রী ইমন চন্দ্র পন্ডিত