Wednesday, 11 April 2018

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি

কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি, ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ 

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কোটা সংস্কারের দাবিতে  ময়মনসিংহ থেকে ঢাকা গামী রেলপথ অবরোধ করে দিয়েছে #REFORM_QUOTA   
#REFORM_QUOTA 

#REFORM_QUOTA 


কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সারাদেশের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও সংসদ সদস্য মতিয়া চৌধরী ছাত্রসমাজ কে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন  এর প্রতিবাদে বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন  ও  স্থগিত করেছে । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি ) ।  তারা বিশ্ববিদ্যালয়  ভিতরের যে ঢাকা-ময়মনসিংহ রেলপথ রয়েছে সেটিও বন্ধ করে দিয়েছে । তারপর ঘটনাস্থলে ময়মনসিংহ বিভাগের ডিসি এসে পরিদর্শন করেন এবং তাদের রেলপথ থেকে সরে যেতে বলেন কিন্তু আমাদের ছাত্র সমাজের দাবি একটাই কোটা সংস্কার করতেই হবে । 
                                    

   #REfORM_QUOTA 

No comments:

Post a Comment

আমাদের বৃহত্তর ময়মনসিংহ

আমাদের বৃহত্তর ময়মনসিংহ  Our greater Mymensingh  শ্রী ইমন চন্দ্র পন্ডিত