Saturday, 3 March 2018

মাদক মুক্ত পরিবার পুলিশের অঙ্গীকার

মাদক মুক্ত পরিবার পুলিশের অঙ্গীকারঃ 

  • অতিরিক্ত পুলিশমাদক মুক্ত পরিবার পুলিশের অঙ্গীকার, এই অঙ্গীকার এবং ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশে অদ্য ০৩.০৩.২০১৮ ইং তারিখ সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সোহাগী ইউনিয়নের সাহেব নগর গ্রাম (পুর্বপাড়া) থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০১ (দুশত এক) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক প্রকৃত মাদক বব্যবসায়ী এবং একাধীক মাদক মামলার আসামী হোটেল খোকন, পিতা মৃত মফিজ উদ্দিন গ্রাম: সাহেব নগর ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহকে অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ এর তত্ত্বাবধায়নে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

গৌরীপুর সার্কেলাধীন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল।

তারিখঃ ০৩/০৩/২০১৮                     পুলিশ সুপার,ময়মনসিংহ

No comments:

Post a Comment

১৪ পুলিশ সুপার বদলি 👮‍♂️

 ১৪ পুলিশ সুপার বদলি 👮‍♂️ (NSI) বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন...