জলবদ্ধতা নিরসনে কাজ চলছে,থাকবেনা গাঙ্গিনারপাড়
পানি পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষে মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে গাঙ্গিনার পাড়ের পানি দ্রুত নিষ্কাশনের জন্য একটি ড্রেনের পাইপ লাইন স্থাপনের কাজ হাতে নিয়েছে পৌরসভা। ড্রেনের পাইপ লাইনটি গাঙ্গিনার পার হতে দুর্ঘাবাড়ি রোড দিয়ে বিপিন পার্কে মধ্য দিয়ে বম্মপুত্র নদীতে নামবে। আজ বিপিন পার্কে কাজের বিভিন্ন দিক নির্দেশনা দেন মেয়র টিটু। ড্রেন নির্মাণ কাজ শেষ হলে বর্ষাকালে গাঙ্গিনার পাড়ে পানি আর থাকবেনা বলে তিনি আশা ব্যাক্ত করেন। খুব দ্রুত কাজটি শেষ করার কথা বলা হয়। তিনি বলেন, জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি ২১টি ওয়ার্ডে। কোনো না কোনো এলাকায় জলাবদ্ধতা নিরসনে আমাদের কাজ চলছে। আমরা বসে নেই। কাজ করছি। কাজ করছি বলেই কিছু কিছু জায়গায় রেজাল্ট পেয়েছি। এসব কাজ আরও বেগবান হবে। বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হলে এ দুই পাশের এলাকা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশ্বাস দেন। বর্ষা আগেই পানি নিষ্কাষনের জন্য খাল গুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজের পরিদর্শন করেন ময়মনসিংহে ।
মোঃ ইকরামুল হক টিটু (মেয়র)
ছোট বড় সকল ধরনের ড্রেন ও খাল খনন কার্যক্রম ২ মাস যাবত কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী সকল ড্রেন ও খাল খনন কাজ চলবে বলেও জানিয়েছেন। খনন কাজ সম্পূর্ণ হয়েছে এমন উল্লেখ্য যোগ্য হচ্ছে- সেহড়া খাল, মাকরজানী খাল, বাগমারী খাল, গোহাইলকান্দি খাল, কাটাখালী খাল, গাঙ্গিনাপাড় দুই পাশের ড্রেন খনন, সি, কে ঘোষ রোড দুই পাশের ড্রেন খনন, দূর্গাবাড়ি রোড দুই পাশের ড্রেন খনন, ট্রাংক পট্রি দুই পাশের ড্রেন খনন, ক্রস কালভাট ৪টি খনন ও পাইপলাইন সহ খনন কাজ , ব্রাপল্লি দুই পাশের ড্রেন খনন, বাগমারা রবির দোকান হইতে ডলি পট্রি বাপলি পর্যন্ত ড্রেন খনন, চড়পাড়া নয়াপাড়া হইতে মেডিকেল কলেজ গেইট এর সামনে দিয়ে অধ্য মতিউর রহমান কলেজের সামনে হয়ে নয়াপাড়া হয়ে সেহড়া খাল পর্যন্ত ড্রেন খনন, মিতা কিনিক এর মোড় হতে সেহড়া খাল পর্যন্ত ড্রেন খনন, জে,সি গুহ রোড হারুন কমিশনারের চেম্বার হইতে রেলী মোড় পর্যন্ত ড্রেন খনন,কৃষ্টপুর দৌলতমুন্সী রোডের দুই পাশের ড্রেন খনন, চরপাড়া মোড় হতে ব্রিজ মোড় পর্যন্ত ড্রেন খনন, নিউ কলোনী হইতে ব্রিজ মোড় পর্যন্ত ড্রেন খনন উল্লেখযোগ্য।
বর্ষা আগেই পানি নিষ্কাষনের জন্য খাল গুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজের পরিদর্শন করেন ময়মনসিংহে মেয়র মোঃ ইকরামুল হক টিটু ড্রেনটি ব্যাপক হারে খনন কাজ চালানো হয়েছে যাতে কলেজ রোডের জলাবদ্ধতা নিরসনে এ খাল ভূমিকা পালন করবে। কলেজ রোডের মত ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বন্ধ হয়ে যাওয়া ড্রেনটি পুনরায় খনন কাজ চলছে। উলেখ্য যে, পৌর এলাকার ড্রেন ও খাল দখল মুক্ত করা হচ্ছে। নগরের মাকরজানি, সেহড়া ও গোহাইালকান্দি খালসহ ড্রেনগুলোর খনন কাজ চলছে।
https://www.facebook.com/emonpandit1998
No comments:
Post a Comment