Sunday, 29 April 2018

ময়মনসিংহ কাঁপলো গুরু জেমস


  নগর বাউল জেমস (গুরু),লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স দের মন মাতানো কনসার্ট 

নগর বাউল জেমস (গুরু)

ভূঁইয়া স্টেডিয়াম এ কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে সেখানে শিল্পী হিসাবে আনা হয় গুরু জেমস ও লালন ব্যান্ড কে । এই কনসার্ট টি ছিল উন্মুক্ত । তারপর ওই কনসার্ট এর ৩ দিন পরেই বাংলালিংক নতুন দিনের কনসার্ট এর জন্য নগর বাউল জেমস (গুরু),লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স এদের সবাইকে আনা হয় । তবে এদের মধ্যেও মূল আকর্ষণ ছিল আমাদের সকলের প্রাণের গুরু জেমস । গুরু কে মঞ্চে বরন করা হয় আকাশের তারার মত আতশবাজি করে  ময়মনসিংহ গর্জে উঠেছিল গুরু জেমস এর গর্জনে গুরুর সাথে মঞ্চ কাঁপিয়েছে লালন, নেমেসিস্ , ভাইকিংস , শিরোনামহীন ,শুভ ডি রকার্স । মার্চ মাসের ২৩ তারিখ বাংলালিংক এর পক্ষ থেকে নতুন দিনের কনসার্ট হওয়ার কথা ছিল কিন্তু অনিবাৰ্য কারণ বসত কনসার্ট টি স্থগিত করা হয় । এবং ১৯ এপ্রিল বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় এর পক্ষ থেকে ময়মনসিংহ এর রফিক উদ্দিন  



লালন ব্যান্ড (সুমি)
স্টেডিয়াম


 গুরু এবং সকল ব্যান্ড বলেছেন ময়মনসিংহবাসির মতো গান পাগল ভক্ত দেশের আর কোথাও নেই । তারা সবাই ময়মনসিংহ কে অনেক ভালোবাসা দিয়েছেন । কনসার্ট টি সম্পন্ন হয়েছে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম এ । সেখানে অনেক পুলিশ , রেব , আনসার ,ডিবি মোতায়েন করা হয়েছিল । এই প্রথম ময়মনসিংহ বিভাগের মধ্যে এতবড়ো কনসার্ট এর আয়োজন করা হয় । 



রাতের বেলায় তারাবাতি



স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময়)
           facebook


Wednesday, 11 April 2018

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি

কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাকৃবি, ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ 

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কোটা সংস্কারের দাবিতে  ময়মনসিংহ থেকে ঢাকা গামী রেলপথ অবরোধ করে দিয়েছে #REFORM_QUOTA   
#REFORM_QUOTA 

#REFORM_QUOTA 


কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সারাদেশের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও সংসদ সদস্য মতিয়া চৌধরী ছাত্রসমাজ কে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন  এর প্রতিবাদে বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন  ও  স্থগিত করেছে । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি ) ।  তারা বিশ্ববিদ্যালয়  ভিতরের যে ঢাকা-ময়মনসিংহ রেলপথ রয়েছে সেটিও বন্ধ করে দিয়েছে । তারপর ঘটনাস্থলে ময়মনসিংহ বিভাগের ডিসি এসে পরিদর্শন করেন এবং তাদের রেলপথ থেকে সরে যেতে বলেন কিন্তু আমাদের ছাত্র সমাজের দাবি একটাই কোটা সংস্কার করতেই হবে । 
                                    

   #REfORM_QUOTA 

Sunday, 8 April 2018

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

   কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ




ময়মনসিংহ মহানগর ছাত্র-ছাত্রী 


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে । এর ধারাবাহিকতায় ময়মনসিংহ থেকে ঢাকা এর মহাসড়ক অবরোধ   করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো                                                                                                   শিক্ষার্থী বৃন্দ ও চাকুরিপ্রার্থীরা । 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 

কেন্দ্রীয় ভাবে আজ রোজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রাটি শুরু করা হয়েছে । 
বাইপাস মোর ময়মনসিংহ

ময়মনসিংহ বাইপাস মোড়ে পদযাত্রায় ভিড় করে ময়মনসিংহঃ নগরীর হাজারো শিক্ষার্থী ও চাকরী প্রার্থীরা । সেখানে পর্যাপ্ত পরিমানে পুলিশ হেফাজত মোতায়েন করা হয়েছিল । 

স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )  facebook


বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রশ্নপত্র ফাঁসের নেতৃত্বে !

   প্রশ্নপত্র ফাঁসের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের                       সহকারী পরিচালক !


বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের প্রধান বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর মজুমদার। কার্জন নামের অন্য এক ব্যাংক কর্মকর্তা ও পুলকেশ দাস বাচ্চু নামে একজন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আরও কয়েকজন সহযোগী নিয়ে প্রশ্নফাঁস করে আসছিলেন তিনি। কয়েক বছর ধরে প্রশ্নফাঁস করে এই চক্রটি কয়েক কোটি টাকা আয় করেছে।


গতকাল শুক্রবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্ন ফাঁসকারীর ১৯ জন কে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর)। এর মধ্যে তিন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। আটক হওয়া ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানা গেছে বলে দাবি করেছেন ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা।
ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেনের দাবি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর মজুমদার ওরফে রুবেল এই প্রশ্নপত্র ফাঁসকারীচক্রের ‘মাস্টার-মাইন্ড’। সরকারি চাকরির আড়ালেই প্রশ্নপত্র ফাঁসের চক্রটিকে বড় করে তুলেছিলেন তিনি। তবে সরকারি চাকরিতে প্রবেশের আগে, অর্থাৎ ছাত্রজীবন থেকেই তিনি প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তার নেতৃত্বে যে চক্রটি গড়ে উঠেছে, তাতে অন্তত ২০ জন সদস্য রয়েছে। বিগত ৭-৮ বছর ধরে এ চক্র প্রশ্নপত্র ফাঁস করে আসছে। মোটা অংকের টাকার বিনিময়ে পরীক্ষার আগে প্রশ্নপত্র সরবরাহ করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি অফিসে শতাধিক ব্যক্তিকে চাকরি পাইয়ে দিয়েছে এ চক্রের সদস্যরা।
সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান, এ চক্রের সদস্যরা বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্দালয় পরীক্ষার প্রশ্ন বিভিন্ন ভাবে ফাঁস করতো। আবু জাফর মজুমদারের পরিকল্পনা ও নির্দেশনায় প্রশ্নপত্র ফাঁসের পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতেন উপজেলা নির্বাচন অফিসার পুলকেশ দাস ওরফে বাচ্চু ও ব্যাংক কর্মকর্তা কার্জন।
প্রশ্নপত্র ফাঁস ও এর উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থী ও চাকরি প্রার্থীদের হাতে যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য এ চক্রের ‘ওয়ান স্টপ সেন্টার’ রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) এডিসি গোলাম সাকলাইন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পান্থপথে এই চক্রের একটি ওয়ান স্টপ সেন্টার রয়েছে, যেখানে বসে ফাঁস করা প্রশ্নপত্রের উত্তরপত্র তৈরি করা হতো। এখান থেকে আবার এসব উত্তরপত্র শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের কাছে সরবরাহ করা হতো।

স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় ) facebook 
তারিখঃ ০৮ এপ্রিল,২০১৮ ইং 

Saturday, 7 April 2018

বাংলাদেশের ১২ তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ

           ময়মনসিংহ ১২ তম সিটি কর্পোরেশন


ময়মনসিংহ পৌরসভা 
বাংলাদেশ এর নতুন সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ । এর আয়তন নির্ধারণ করা হয়েছে ৯১ বর্গকিলোমিটার । ময়মনসিংহ মহানগরীতে সর্বমোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৫৫৮ জন । প্রতি বর্গকিলোমিটার এ লোকের ঘনত্ব রয়েছে পাঁচ হাজার একশো সাতষট্টি জন (৫১৬৭) । ময়মনসিংহ এর ৮ টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে এই সিটি কর্পোরেশন,তার মধ্যে রয়েছে (আকুয়া,দাপুনিয়া,ভাবখালী,ঈশ্বরদিয়া,বয়রা,নিলক্ষিয়া,সিরতা,খাগডহর) দেশের সর্বশেষ বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করেছে  ময়মনসিংহ । ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়েছিল (ময়মনসিংহ,জামালপুর,নেত্রকোনা,শেরপুর) এই ৪ টি জেলা নিয়ে 

রাতের ময়মনসিংহ বিভাগ  

আনন্দ শোভাযাত্রা মেয়রঃ ইকরামুল হক (টিটু)



স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )  

Thursday, 5 April 2018

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় শহর ছাত্রলীগ সভাপতি আরিফ সহ আহত ৩ স্বামী-স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায়  শহর ছাত্রলীগ সভাপতি আরিফ সহ আহত ৩  স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগ,ময়মনসিংহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ 


বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ভাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় এবং ঐ একই দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ায় আমরা ময়মনসিংহবাসী গভীর শোকাহত । ৩ তারিখ রাতে বাইপাস মোড়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় প্রাইভেট car টির । ঘটণা স্থলে থেকে কাছের একটি হাসপাতাল এ নিয়ে যাওয়া হয় ৩ জন কে তারা হাসপাতাল এর বিছানায় শেষ নিঃস্বাশ ত্যাগ করেন । এবং আরিফ ভাই কে সেখান থেকে ঢাকা স্কয়ার হাসপাতাল এ ট্রান্সফার করা হয় । জানা গেছে তার অবস্থা পূর্বের চেয়ে একটু ভালো হয়েছেন । ময়মনসিংহ বাসী   আব্দুল্লাহ আল মামুন আরিফ ভাই এর দ্রুত সুস্থতা কামনা করছে 



ঘটনাস্থল থেকে তুলা  ছবি 


স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময় )    facebook 

তারিখঃ ৫ এপ্রিল,২০১৮ ইং                                                                                                                                                                                                                                    




আমাদের বৃহত্তর ময়মনসিংহ

আমাদের বৃহত্তর ময়মনসিংহ  Our greater Mymensingh  শ্রী ইমন চন্দ্র পন্ডিত