ময়মনসিংহের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
অগ্নিকাণ্ডের সময় তুলে ছবি |
পুড়েছে গাঙ্গিনারপাড় হকার্স মার্কেট। পুড়েছে ভাগ্য ,আগুনে শুধু দোকান ধ্বংস হয় নাই ,অনেক হাসি,স্বপ্ন,প্রত্যাশাও ছাই হয়ে গেছে। সেসব মানুষের অস্তিত এখন বিপর্যয়ের মুখে। ময়মনসিংহের ইতিহাসে অন্যতম বড় ক্ষতি। ধারণা করা হয়েছে যে বৈদ্যুতিক ত্রুটির কারণে সকাল ৭.৩০ মিনিট এ এই ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে থাকে। ধীরে ধীরে এই আগুন বহুলাংশে বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফায়ার সার্ভিস এর কর্মীরা। তারপর ঘটনাকে নিয়ন্ত্রণ করতে মুক্তাগাছা, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এর তিনটি দল কে ঘটনা স্থলে আনা হয় পরিস্থিতি মোকাবেলা করতে। আনুমানিক ধারণা করা হয়েছে যে হকার্স মার্কেটের ১৩৮টি দোকান পাট সহ সব মিলিয়ে প্রায় ৩০০ শতাধিক দুকান আগুনে জলে যায়। এতে করে ক্ষয়ক্ষতির আনুমানিক হিসাব প্রায় শতকোটির উপরে লোকসান হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল দোকানেই প্রায় ২০/৩০ লক্ষাধিক টাকার মালামাল দুকানে উঠিয়েছিলেন। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে মাত্র ৪-৫ টি দোকানের মালামাল বের করে আনা হয়েছিলো।
তারিখঃ ০৭/০৬/২০১৮ ইং
স্টাফ রিপোর্টার : ইমন পণ্ডিত (তন্ময়)